নারায়ণগঞ্জের কন্ঠ : বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, সরকার উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত। দুর্নীতির কারণে দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হাতের নাগালের বাইরে। ৮০ টাকার তেল এখন ২০০ টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা।
শনিবার (৫ মার্চ ) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আড়াইহাজার উপজেলা বিএনপি উদ্যোগে আয়োজিত নিত্য দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।
নজরুল ইসলাম আজাদ আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার নির্বাচিত না হওয়ায় জনগণকে এর খেসারত দিতে হচ্ছে। নৈশকালীন নির্বাচন আর কোনও অবস্থাতেই গ্রহণের সুযোগ দেয়া হবে না । এই সরকারকে হটাতে হলে রাজপথে নামতে হবে। সবাই প্রস্তুত থাকবেন আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে কর্মসূচির ডাক দিবেন আমরা আড়াইহাজার থেকেই প্রথম প্রতিরোধ গড়ে তুলবে।
আড়াইহাজার উপজেলা বিএনপি আহ্বায়ক ইউসুফ আলী মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জুয়েল আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু । এছাড়াও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ভূঁইয়া, যুগ্ম মতিউর রহমান মতি, যুগ্ম আহ্বায়ক এড. খোরশেদ আলম মোল্লা, যুগ্ম আহ্বায়ক এড. সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফৌজিয়া ইয়াসমিন পপি, যুগ্ম আহ্বায়ক সফি উদ্দিন শফু, যুগ্ম আহ্বায়ক আতাউর মেম্বার, যুগ্ম আহ্বায়ক মাসুম শিকারী, যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লাভলু, সদস্য খোরশেদ আলম, মনির, মঞ্জুর মোল্লা, কাজী নাসির উদ্দিন, হারিছ ভূঁইয়া, এড. গিয়াস উদ্দিন, আবুল কালাম ভূঁইয়া, মোহামুদুল্লাহ লিটন, হাবিব আহমেদ, দেলোয়ার হোসেন, আব্দুল মালেক মেম্বার, হাজী মো. রতন, সিদ্দিকুর রহমান সিদ্দিক, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন জাকির হোসেন, আড়াইহাজার পৌরসভা বিএনপির আহ্বায়ক রূপ চাঁন মিয়া, সাধারণ সম্পাদক জিএম সালাউদ্দিন আহমেদ ডালিম, গোপালদী পৌর বিএনপির সদস্য মিলন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন চৌধুরী সালামত, সাতগ্ৰাম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি কবির হোসেন, সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইন, আড়াইহাজার পৌর যুবদলের সদস্য সচিব সুজন মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা, আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, গোপালদী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার সুমন, সফর আলী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ আড়াইহাজার উপজেলা, পৌর ও গোপালদী পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।