নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)-৪ আসনে বিএনপি’র প্রার্থী চূড়ান্তের ব্যাপারে পুনঃবিবেচনার দাবি জানিছে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীরা এই আসনে সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে পুনরায় প্রার্থী করার আহ্বান জানান। শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১নং ওর্য়াডে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের অর্থ-বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, রাজনীতির মাঠে অত্যন্ত দক্ষ, একজন বিচক্ষণ রাজনীতিক মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি জেল-জুলুম নির্যাতনের পরও নানা কৌশলে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করার কাজ করেছেন। যার কারণে, এই সরকার এবং পূর্বে সরকারের আমলে সব থেকে বেশি নির্যাতিত তার পরিবার। আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে বিএনপি ক্রান্তিকাল চলছে। একটি সরকারের অধিনে নির্বাচন হচ্ছে। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচন থেকে কঠিন। এটি একটি যুদ্ধের ময়দান। আর এই যুদ্ধের ময়দানে গিয়াসউদ্দিন ছাড়া কল্পনা করা যায় না। অথচ একটি কুচক্রি মহলের ইন্ধনে তাকে মনোনয়ন বঞ্চিত করার চক্রান্ত চলছে। এরা খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাসের যে ষড়যন্ত্র চলছে তাদেরই অংশ হয়ে গিয়াসউদ্দিনকে ঠেকানো চেষ্টায় লিপ্ত। কিন্তু আমরা বিএনপি’র নেতাকর্মীরা তা মেনে নেবো না। তিনি কেন্দ্রীয় নেতাসহ দলীয় হাই কমান্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই আসনটি পুনরুদ্ধারে গিয়াসউদ্দিনের বিকল্প নেই। তার সাথে ভোটার থেকে শুরু করে নেতাকর্মীদের সাথেও রয়েছে গভীর যোগাযোগ। ঝিমিয়ে পড়া বিএনপিকে ভোটের মাঠে চাঙ্গা করা এবং সকলকে ঐক্যবদ্ধ করে মাঠে নামার যোগ্যতা একমাত্র তারাই আছে। তাই আমাদের দাবি, এই আসনে গিয়সউদ্দিনকেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হোক। এছাড়্ওা উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ডিএইচ বাবুল, থানা শ্রমিকদলের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, একেএম সামছুল হক, থানা তাতীঁদলের সভাপতি নুর মোহাম্মদ ঢালী, ২নং ওর্য়াড বিএনপির সভাপতি মোস্তফা কামাল, থানা যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, জেলা তাঁতীদলের সহ-সভাপতি আহসানউল্লাহ মুন্সি, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল রানা, কাশেম মেম্বার, আনিস সিকদার, থানা শ্রমিকদলের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মাহবুব মুন্সি, শাহজালাল কালু, মনির হোসেন সরদার, ফয়েজ মেম্বার, ইউনুছ মিয়া, নুরুল ইসলাম আপন, নুর আলম, আরিফ হোসেন, মোস্তফা হোসেন, রহমত উল্লা, রুবেল, নাজিমউদ্দিন, আব্দুল আউয়াল, রফিকুল ইসলাম, সেলিম মাহমুদ প্রমূখ।