নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১১। এ সময় তাঁদের কাছ থেকে আরো, মাদক বিক্রির নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাহবুবুর রহমান (৩৭) ও জাকির হোসেন (৫২) এবং চুয়াডাঙ্গা জেলার বাসীন্দা সোহাগ চৌধুরী (৩১)। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল র্যাব ১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্ততে সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জ সানাড়পাড় বাসস্ট্যান্ড এলাকায় চেকপোষ্টে তল্লাসীকালে মটোর সাইকেল আরোহী মাহবুবুর রহমান, জাকির হোসেন ও সোহাগ চৌধুরীকে মাদক সরবরাহকারী হিসেবে সন্দেহ করে র্যাব। এ সময় তাঁরা পালানো চেষ্টা করলে র্যাব তাদের আটক করে।
পরবর্তীতে তাঁদের দেহ তল্লাসী করে ৩০ টি সাদা রঙের নতুন ইয়াবাসহ ২৫০ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক বিক্রির ১ লাখ ১১ হাজার টাকা ও একটি মটোর সাইকেল জব্দ করে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জরিত থাকার কারণে আটকদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।