নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, সরকারী কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে সর্ব সাধারণকে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করাটাই আমাদের প্রধান টার্গেট। জন নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন পরিস্থিতি আমরা বরদাস্ত করবো না। নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন জিরো টলারেন্সে থাকবে।
সোমবার ( ১০ ডিসেম্বর ) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পূর্বে বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন ।
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন হবে দাবী করে তিনি বলেন, এই নারায়ণগঞ্জ শিল্প, সংস্কৃতি থেকে শুরু করে সবকি দিয়েই অন্যান্য জেলার চেয়ে এগিয়ে। আমি অত্যন্ত সৌভাগ্যবান এমন একটি জেলায় চাকরি করতে পেরে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো এখানে শান্তিপূর্ণ পরিস্থিতিতে নির্বাচন শেষ করতে। যাতে করে বাকী জেলাগুলো এখান থেকে কিছু শিখতে পারে।
এ সময় জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, এই নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সকল লের প্রার্থীরা যাতে সুষ্ঠুভাবে তারে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, পুলিশ সে ব্যপারে সর্বদা চেষ্টা চালিয়ে যাবে। আমরা একাত্তরে হারিনি। এই বিজয়ের মাসে নির্বাচনকে ঘিরে কোন সন্ত্রাসী, চাঁদাবাজের কাছেও আমরা পরাজিত হবো না। সেবা দেয়ার মানসীকতা নিয়ে এসেছি, সেবা দিয়ে যাবো।
গার্মেন্টস শিল্পের চলমান নৈরাজ্য দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে দাবী করে তিনি বলেন, তৈরি পোশাক খাতে যে নৈরাজ্য, তা দমনে পুলিশ তৎপর রয়েছে। নির্বাচনকে ঘিরে কোন পরিস্থিতিতেই যাতে পোশাক শিল্প অশান্ত না হয়, সেদিকে পুলিশ সচেষ্ট।
এসময় তিনি প্রার্থীদের সহনশীল হওয়ার আহবান জানিয়ে বলেন, পুলিশ সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে নিরপেক্ষ ভাবে কাজ করবে।