নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর অটো রিকশা চালক শাকিল হত্যার দুই বছর পর রহস্য উদঘাটনসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্ধার করেছে নিহতের অটোরিকশা ও মোবাইলপোন।
বৃহস্পতিবার ( ২০ আগষ্ট ) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পিবিআই কার্য্যালয়ে ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
তিনি জানান, ২০১৮ সালের ১১ নভেম্বর বিকেলে সোনারগাঁয়ের অটোরিকশা চালক শাকিলকে মোবাইলফোনে ডেকে নেয় তার দুই বন্ধু। পরদিন (১২ নভেম্বর) সকালে উপজেলার গজারিয়া এলাকায় একটি ফাঁকা জায়গায় থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যপারে নিহতের ভাই সজিব বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৩ জানুয়ারী মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তারা তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রূপগঞ্জ থেকে আমিনুল ইসলামকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে একই এলাকার আরিফ চৌধুরীকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মতে নিহত শাকিলের ব্যবহৃত অটোরিকশা ও মোবাইলফোন উদ্ধার এবং চোরাই রিকশা ক্রয়-বিক্রয়কারী আরব আলীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে স্বীকারোক্তি মূলক জবানবন্ধি প্রদানের জন্য।