স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল বলেছেন, মহানগর বিএনপির আওতাধীন ১১নং ওয়ার্ড আমি মনে করি নারায়ণগঞ্জের ভিতরে বিএনপি’র জন্য একটি স্বপ্নের ওয়ার্ড। কারন এই ওয়ার্ড থেকেই সব সময় নারায়ণগঞ্জে বিএনপি’র প্রতিটি আন্দোলন সংগ্রামে বিগত দিনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। এ ওয়ার্ডের সন্তান হিসাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আজকে মহানগর যুবদলের সদস্য সচিব হয়েছি। বিএনপি অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী রয়েছে। আমি বিশ্বাস করি আগামী দিনের আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব আসবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ বিএনপির ১০ দফা দাবি আন্দোলনে ১১নং ওয়ার্ড বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাল্লাহ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র আওতাধীন ১১নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন।
বুধবার ( ১৯ এপ্রিল ) বিকেল চারটায় শহরের কিল্লারপুল এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান মিঠু’র সভাপতিত্বে ও সহ- সমন্বয়ক আবুল হোসেন রিপনের সঞ্চালনায় প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, উদ্বোধক মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, বিশেষ অতিথি মহানগর বিএনপির আহ্বায়ক আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, রাশিদা জামাল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব এড. এইচ এম আনোয়ার প্রধান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, মাকিত মোস্তাকিম শিপলু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চঞ্চল মাহমুদ, নাজমুল হক, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন রোকন, মহানগর যুবদল নেতা নূরে এলাহী সোহাগ, সাইফুল ইসলাম আপন প্রমুখ।