নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন উপদেষ্টা ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কালীন গেরিলা কমান্ডার গোপিনাথ দাস (৭৩) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ ।
বুধবার ( ১১ নভেম্বর ) এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন এবং মহানগরের সভাপতি অরুণ কুমার দাস ও সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা । সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।
শোকবার্তায় পূজা পরিষদ নেতৃবৃন্দ বলেন, কমান্ডার গোপিনাথ দাস ছিলেন নারায়ণগঞ্জ হিন্দু সম্প্রদায়ের অভিভাবক । হিন্দু সম্প্রদায়ের মাঝে চলছে শোকের মাতম, চারিদিকে শোকের ছায়া নেমে এসেছে। হিন্দু সম্প্রদায়ের যেকোনো সমস্যায় তিনি এসে ছায়ার মতো পাশে দাঁড়াতেন। তার এই অকাল মৃত্যুতে আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম। তার এই অভাব কখনো পুরণ হওয়ার মতো নয়। আমরা ঈশ্বরের কাছে প্রয়াত কমান্ডার গোপিনাথ দাসের স্বর্গীয় শান্তি কামনা করছি ।
প্রসঙ্গত, দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন কমান্ডার গোপীনাথ দাস । গত শারদীয় দুর্গাপূজার সময়ে সে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে প্রো এ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় সাইনবোর্ডস্থ প্রো এ্যাকটিভ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।