নারায়ণগঞ্জের কন্ঠ:
বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে নারায়ণগঞ্জে মঙ্গলবার থেকে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা। এই ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। প্রতি বছরের ন্যায় এবারও নারায়ণগঞ্জের শহর ও শহরের বাইরে বিভিন্ন স্থানে এ শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে ।
সোমবার ( ৫ নভেম্বর ) রাতে শহরের বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে ঘুরে শ্রী শ্রী শ্যামা পূজার প্রাক প্রস্তুতি পরিদর্শন করেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক সাহাসহ মহানগর পূজা পরিষদের পরিষদের অনন্যা নেতৃবৃন্দরা ।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল হোসেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, কোষাধ্যক্ষ সুশীল দাস, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল সাহাসহ অনেকেই ।
শ্যামা পূজার বিষয়ে মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেন, দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামার। আমাদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক। এ বৎসর আমারা প্রশাসনের সার্বিক সহায়তায় খুব সুন্দর ও আনন্দঘন পরিবেশে মধ্যদিয়ে পূজা উদযাপন করছি ।