নারায়ণগঞ্জের কন্ঠ: শারদীয় দূর্গোৎসবের মহানবমীতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (২৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে পূজা পরিষদ নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শুরু করেন এবং রাত পর্যন্ত গাড়িবহর নিয়ে ঘুরে ঘুরে সোনারগাঁ থানাধীণ পূজা মন্ডপগুলোর সার্বিক খোঁজ খবর নেন এবং সকলের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সহধর্মীনী শোভা রানি সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সাংবাদিক উত্তম সাহা, দুলাল দাস, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অশোক সরকার, শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, প্রমূখ।
নেতৃবৃন্দ সোনারগাঁ থানার পূজা মন্ডপ পরিদর্শনের শুরুতে তাদের বরন করে নেন সোনারগাঁ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভৌমিক এবং সকলকে সাথে নিয়ে সোনারগাঁয়ের পূজা মন্ডপগুলো ঘুরিয়ে দেখান।
এ সময় পূজা পরিষদের নেতৃবৃন্দ সোনারগাঁয়ের পঞ্চমীঘাট এলাকায় অবস্থিত পানামা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আমল পোদ্দারের পূজা মন্ডপ পরিদর্শনে এলে তিনি সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।