নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৯-২০ সালের কার্যকারী কমিটির শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এবার চলছে ভোট গণনা ।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে চারটায় পর্যন্ত বিরতিহীন ভাবে আইনজীবী সমিতির নির্বানের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।
নির্বাচনে ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন আওয়ামীলীগ ও বিএনপির দুটি প্যানেলের ৩৩ জন প্রার্থী। যার মধ্যে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দীতা করছেন ১৭ জন। আর বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্যফ্রন্টের ব্যানারে প্রতিদ্বন্দীতা করছেন ১৬ জন প্রার্থী। কার্যকরী সদস্য পদে বিএনপি প্যানেলের প্রার্থী এড. নাসরিন আকতার মনোনয়নপত্র প্রত্যাহার করায় ১৬ জনে পরিনত হন তারা ।
নারায়ণগঞ্জ বারের মোট ভোটার রয়েছেন ৯২৬ জন।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্নের প্রত্যাশা ব্যাক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এড. আখতার হোসেন।
আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি প্রার্থী এড. হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ সভাপতি প্রার্থী এড. আলী আহমদ ভূইয়া, সহ সভাপতি প্রার্থী এড. বিদ্যুত কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রার্থী এড. মোহসীন মিয়া, যুগ্ম সম্পাদক এড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রার্থী এড. আ: রউফ মোল্লা, আপ্যায়ণ সম্পাদক প্রার্থী এড. মো: মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক প্রার্থী এড. সুবাস বিশ^াস, ক্রীড়া সম্পাদক প্রার্থী এড. মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী এড. সাজ্জাদুল হক সুমন, সমাজ সেবা সম্পাদক প্রার্থী এড. রাশেদ ভূইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক প্রার্থী এড. স্বপন ভূইয়া, কার্যকরী সদস্য প্রার্থী এড. আনোয়ার হোসেন ভূইয়া, এড. নুসরাত জাহান তানিয়া, মো: মশিউর রহমান, এড. আ: মান্নান ও এড. হাসিবুল হাসান রনি।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের প্রার্থীরা হলেন, সভাপতি পদে এড. সরকার হুমায়ুন কবীর, সিনিয়র সহ সভাপতি পদে এড. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি এড. গিয়াস উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক পদে এড. আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সম্পাদক এড. শাহীদুর ইসলাম টিটু, কোষাধ্যক্ষ পদে এড. নজরুল ইসলাম মাসুম, আপ্যায়ণ সম্পাদক এড. কায়সার আলম চৌধুরী টুটুল, লাইব্রেরী সম্পাদক শারমীন আক্তার, ক্রীড়া সম্পাদক পদে শেখ আনজুম আহম্মেদ রিফাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. রাসেল প্রধান, সমাজসেবা সম্পাদক পদে আছমা হেলেন বিথি, আইন ও মানবাধিকার সম্পাদক এড. রোকনউদ্দিন, কার্যকরী সদস্য পদে এড. আহসান হাবিব ভূইয়া, এড. সারোয়ার জাহান, এড. আমিনুল ইসলাম ও এড. ফজলুর রহমান ফাহিম।
এবারের বার নির্বাচনে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এড. আখতার হোসেন। নির্বাচন পরিচালনা বোর্ডের অপর সদস্যরা হলেন, এড. মেরিনা বেগম, এড. আবদুর রহিম, এড. আশরাফ হোসেন ও এড. সুখ চান বাবু। আপিল বিভাগে রয়েছেন, এড. শওকত আলী, এড. রমজান আলী ও এড. ইমদাদুল হক তারাজউদ্দিন।