নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি হয়তো গোটা বাংলাদেশে কাজ করতে পারবো না। তবে আমি আমার প্রাণের শহর নারায়ণগঞ্জকে সন্ত্রাস মুক্ত এবং একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। এই কাজটি আমি করবো।
বুধবার ( ২০ ফেব্রুয়ারি ) বিকেলে নগর ভবনে দুই বিদেশি বন্ধু পল কনেট এবং এলেন কনেট দম্পতিকে মহান মুক্তিযোদ্ধে অসামান্য অবদানের জন্য নাসিকের পক্ষ থেকে ‘মুক্তিযোদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, মুক্তিযোদ্ধের কথা বলতে গেলেই আবেগ আপ্লুত হয়ে যাই। তাঁদের অসামান্য অবদানের কারণেই আমরা পেয়েছি এই স্বাধীন ভূখন্ড। যার নেতৃত্বে ছিলেন সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নেতৃত্বেই কিছু কুলাঙ্গার ছাড়া বাংলার সূর্য সন্তানেরা মুক্তিযোদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। অথচ ৭৫ সালে আর্মির কিছু কুলাঙ্গার তাঁকে স্বপরিবারে হত্যা করে দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় এসে দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে কাজ করতে চাই। মুক্তিযোদ্ধাদের উন্নয়নে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তিতে কাজ করছেন। আমরা সেই ধারা অব্যাহত রাখতে চাই।
আইভী বলেন, এখনো স্বাধীনতা বিরোধী চক্র সন্ত্রাস ও জঙ্গীবাদ দিয়ে এদেশকে ধ্বংসের পায়তারা করছে। আমরা মুক্তিযোদ্ধের সন্তানরা শক্ত হাতে তা প্রতিহত করবো।
‘জয় বাংলা’ শ্লোগান প্রসঙ্গে বলতে গিয়ে আইভী বলেন, ভারতে যদি ‘জয় হিন্দ’ শ্লোগান সকলেই দিতে পারে তবে বাংলাদেশে কেন ‘জয় বাংলা’ শ্লোগান নিয়ে মতবিরোধ রয়েছে! এটাতো আমাদের জাতীয় শ্লোগান। যে শ্লোগানে মুক্তিযোদ্ধারা উৎসাহিত হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। যেই শ্লোগান ছিল যুদ্ধে অনুপ্রেরণার শ্লোগান। এটা নিয়ে কোন দ্বিমত থাকতে পারে না। এই শ্লোগান সকলের দেয়া উচিৎ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আমেরিকান নাগরিক পল কনেট ও তার স্ত্রী এলেন কনেট, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, মুক্তিযুদ্ধ যাদুঘর ট্রাস্টিক মহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান জুলহাস, নাসিক প্যানেল মেয়র – ১ বিভা হাসান, প্যানেল মেয়র -৩ মিনোয়ারা বেগম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. এবি সিদ্দিকী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমুখ ।