নারায়ণগঞ্জের কন্ঠ:
নগরীতে ৪ দিনব্যাপী আবাসন মেলা শুরু। বুধবার সকাল থেকে চাষাড়া জিয়া হলে এ মেলার শুরু হয়। ১৩ টি স্টল নিয়ে এবারের মেলার আয়োজন করা হয়েছে। মেলার আয়োজন করেন প্রপার্টি প্লাস ইভেন্ট এর পরিচালক মহব্বত আলী।
এবারের মেলায় স্ট্রাকচার প্রপার্টিজ বিল্ডার্স লিঃ, লাইফ ভিউ ডেভেলপারস লিঃ ও প্রবাসী পল্লী গ্রুপ এর সমন্বয়ে যৌথভাবে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে। এছাড়াও প্রতি মাসে ১০ হাজার টাকা কিস্তিতে ১০ বছরের জন্য ফ্লাট ক্রয় করতে পারবেন গ্রাহকগণ।
এ ব্যাপারে লাইফভিউ ডেপেলপারস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হাজ্বী জাহাঙ্গীর আলম জানান, নারায়ণগঞ্জ দেশের অন্যতম একটি শিল্প এলাকা। তাই এবারের মেলায় আমাদের পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ ছাড়। যেকোন কর্মাসিয়াল ও রেসিডেন্সিয়াল ফ্লাট আমরা মাসিক ১০ হাজার টাকা কিস্তিতে ১০ বছরের জন্য দিচ্ছি। যেগুলোর মধ্যে কিছু আছে হস্তান্তর যোগ্য ও কিছু রয়েছে নির্মানধীন। এছাড়ও এসব ভবনগুলো সম্পূর্ণ অটো ব্রিক দ্বারা তৈরি, ব্যবহার করা হয়েছে ৪৫০০ পিএসআই বা তার চাইতে বেশী শক্তিশালী কনক্রিট, সম্পূর্ণঅটো রি-রোলিং লোহা যা ৮.০ মাত্রার ভূমিকম্প সহনীয় এবং রয়েছে নির্দিষ্ট সময়ের আগেই প্রকল্প হস্তান্তরের নিশ্চয়তা। সর্বোপরি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১৩, ১৪, ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, স্ট্রাকচার বিল্ডার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন তালুকদার, প্রবাসী পল্লি গ্রুপের নির্বাহী কর্মকর্তা মরিয়ম আক্তার লতা সহ অন্যান্য কর্মকর্তাগণ।