নারায়ণগঞ্জের কন্ঠ:
শহরের আমরা পাড়া এলাকায় সৈয়দ হোসেন সম্রাট (৩০) নামে এক অটো রিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার রাতের যে কোনো সময় এ হত্যাকন্ডের ঘটনাটি ঘটে।
দূবৃর্ত্তরা তাকে হত্যার পর লাশ নগরীর আমলা পাড়া এলাকায় একটি স্কুলের সামনে ফেলে রেখে যায়। সোমবার (২৫ মার্চ) সকালে এলাকাবাসী লাশটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ লাশটি অজ্ঞাত পরিচয়ে উদ্ধার করে ময়নাতদন্তের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরনে ছিলো সাদা-কালো রঙের টি-শার্ট ও ট্রাউজার। তার বুকে ও পেটের ডান পাশে পিছনের দিকে ছুরিকাঘাত ও শীররে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে নিহতের স্বজনরা হত্যাকান্ডের খবর পেয়ে বিকলে হাসপাতাল মর্গে গিয়ে লাশের পরিচয় সনাক্ত করে। এ সময় হাসপাতাল মর্গের সামনে হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। নিহতের মা ফরিদা বেগম আর্তনাদ করছেন আর বলছেন আমার ছেলে ল্যাংড়ায় মেরেছে।
তবে ল্যাংড়ার বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছুই জানা যায়নি। নিহত সৈয়দ হোসেন সম্রাট ফতুল্লার কাশিপুর এলাকার হোসাইনি নগরের আব্বাস আলীর ছেলে।
নিহতের ছোট ভাই হোসেন মোহাম্মদ জানান, তার ভাই স¤্রাটকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর আগেও তার অপর বড় ভাইকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ হত্যাকারীদের চিহ্নিত করতে কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার বিস্তারিত জানা যাবে।