নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানকে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রচিত ‘খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কন্ঠস্বর’ বইটি উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বই উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মোল্লা,, জেলা যুবদলের সহ সভাপতি তারিকুল ইসলাম তারিক, আফজাল কবীর, শহিদুল হক রিপন, স্বপন চৌধুরী, পারভেজ মল্লিক, নুরুল ইসলাম লাভলু, যুগ্ম সম্পাদক ইসমাইল খান, শাহীন আহমেদ, আনিসুর রহমান, তসলিমউদ্দিন লিটন, সহ সম্পাদক পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল, দেলোয়ার হোসেন শাহ, মফিজুর রহমান সোহেল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সজিব খন্দকার, সহ মৎস ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, সদস্য আ: রহিম, রোমান খান, শাহীন আলম জুবায়ের, জাহিদ খন্দকার প্রমূখ।
এ সময় এড. সাখাওয়াত হোসেন খান জেলা যুবদলের নেতাকর্মীদের ধৈর্য ধারন করার আহবান জানিয়ে বলেন, বিএনপি’র চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার মুক্তিই দেশের গনতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ। তাই নেত্রীর মুক্তি আন্দোলনকে বেগবান করতে জেলা যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।