নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সাপ্তাহ বাস্তবায়নের লক্ষে গণ সচেতনতা মূলক র্যালী বের হয়।
রবিবার (২৮ জুলাই) বিকালে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর উদ্যোগে র্যালীটি বাস্তবায়িত হয়।
এ সময়ে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীকে নিয়ে পুরো ১৭নং ওয়ার্ড পদক্ষিন করে, লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের গণ সচেতনতা বাড়িয়ে তুলার আহবান জানান।
এ সময়ে আব্দুল করিম বাবু গন সচেতনা বৃদ্ধির লক্ষে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, ডেঙ্গু মাদকের মতোই ভয়াবহ। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এই ভয়াবহ রোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব।
কাউন্সিলর বাবু আরও বলেন, আমাদের অসচেতনতার কারনে এসিড মশার মতো ভয়ংকর মশার সৃষ্টি হয়। বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে সকল স্থান পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া সম্ভব।