en
সোমবার , ৫ আগস্ট ২০১৯ | ২৬শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সদর উপজেলার হাটের ইজারা

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
আগস্ট ৫, ২০১৯ ১:৩৯ অপরাহ্ণ
PicsArt 08 05 07.35.07

নারায়ণগঞ্জের কন্ঠ:

টান টান উত্তেজনার মধ্য দিয়ে কোন রকম অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই শেষ হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন অস্থায়ী কোরবানীর পশুর হাটের ইজারা। দীর্ঘ অপেক্ষার পর সোমবার (৫ আগষ্ট) দুপুর ২টায় টেন্ডারের বক্স খোলা হয়। এতে ১৭টি হাটের মধ্যে ১৬টি হাটের কার্যক্রম সম্পন্ন হলেও একটি দাম সংক্রান্ত কারনে স্থগিত রাখা হয়।

জানা গেছে, আলীগঞ্জ বুড়িগঙ্গা নদীরপাড় বিআইডব্লিউটি এর খালি জায়গা অস্থায়ী হাটের সরকারী নির্ধারিত মূল্য ছিলো ৩৬ লাখ ৮০ হাজার। ৪জন প্রতিদ্বন্ধিকে পিছনে ফেলে ১কোটি ১৫লাখ ৫শ টাকায় হাটের ইজারা পান ফাতেমা মনির। বাকি চারজন হাটটি পাবার জন্য দাম হাকাঁন, হালিম খান ৯০ লাখ ১হাজার ১শ। সৈয়দ হাজী আকরাম ৬০ লাখ, আরিফুল ইসলাম ৬২ রাখ, রমজান আলি ৩৮ লাখ।
কাশিপুর ইউনিয়নের ক্লাব মাঠ (ভূমি অফিস) সংলগ্ন খালি জায়গায় ৩৩হাজার টাকায় হাটের ইজারা পেয়েছেন আইয়ুব আলী। ওই হাটের সরকরি ইজারা মূল্য ছিলো ৩১ হাজার টাকা।

ফতুল্লা ইউনিয়নের তল্লা আজমেরীবাগ এলাকায় মো. জানে আলম এর নিজস্ব ভূমি সরকারী মূল্য ৭০ হাজার বিপরীতে ৭১হাজারে হাটটির ইজারা পেয়েছেন জানে আলম বিপ্লব।

বক্তবালী ৪নং ওয়ার্ড রাজাপুর হাটের ইজারা পেয়েছেন সাব্বির আহম্মেদ। হাটের সরকারি মূল্য ৫২ হাজার টাকা। ইজারাদার সাব্বির আহম্মেদ ৫২ হাজার ৫শ টাকায় এই হাটের ইজারা লাভ করেন। তার নিকটতম ছিলেন মুজিবুর রহমান। তিনি ৪০ হাজার টাকা হাকিয়ে ছিলেন।

বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদি মোশাররফ মিয়ার ব্যক্তিগত মালিকানা খালি জায়গা হাটের ইজারা পেয়েছেন সিদ্দিকুর রহমান। তিনি সরকারি মূল্য ২২ হাজার টাকার অধিক ২৩ হাজার টাকায় অত্র হাটের ইজারা পেয়েছেন।


বক্তাবলী ইউনিয়নের ছমির নগর আর্দশ বাজার সংলগ খালি জায়গায় ইজারার সরকারি মূল্য ২৪ হাজার টাকা। মো. আবুল কাশেম দেওয়ান সরকার কর্তৃক প্রদত্ত ২৪ হাজার টাকায় অত্র হাটের ইজারা পেয়েছেন।

গোগনগর ইউনিয়নের পরিষদ এর উত্তর পার্শ্বে (সৈয়দপুর পাঠান নগর) মো. মহিউদ্দিন এর নিজস্ব ভূমিতে হাটের ইজার পেয়েছেন সাকিল সরদার। তিনি সরকারি মূল্য ৫৬ হাজার টাকার চেয়ে এক হাজার টাকা বেশি মূল্যে ৫৭ হাজার টাকার বিনিময়ে ঐ হাটের ইজারা লাভ করেন।

গোগনগর ইউনিয়নের পলি ফ্যাক্টরী সংলগ্ন আলী আকবর এর নিজস্ব ভূমি অস্থায়ী পশুর হাটের ইজারা পেয়েছেন আল-মামুন। তিনি ৪২ হাজার টাকায় এই হাটের ইজারা লাভ করেন। যার সরকারী মূল্য ছিলো ৪০ হাজার টাকা।

গোগনগর ইউনিয়নের চরসৈয়দপুর কাঠপট্টি খেয়াঘাট সংলগ্ন সৈয়দ ডাইং এর নিজস্ব ভূমি হাটের ইজারা পেয়েছেন মো. আসলাম সরকার। তিনি সরকারি মূল্য ৫ লক্ষ ৮৫ হাজার টাকার উর্ধে ৫ লক্ষ ৯০ হাজার টাকা বিনিময়ে এই হাটের ইজারা পেয়েছেন।

গোগনগর ইউনিয়নের পুরান সৈয়দপুর এলাকা আলী আকবর এর নিজস্ব ভূমি হাটের ইজারার সরকারি মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা। হাটের ইজারা পেয়েছেন নাজির আহম্মেদ, তিনি ১ লক্ষ ১১ হাজার টাকায় এই হাটারে ইজারা লাভ করেন।

গোগনগর ইউনিয়নের বাদশা মিয়ার নিজস্ব ভূমি হাটের ইজার পেয়েছেন এস এম মুসলে উদ্দিন, তিনি ৩৮ হাজার ৫শ টাকায় হাটের ইজারা পেয়েছেন।

গোগনগর ইউনিয়নের বাড়ির টেক সংলগ্ন মাদবর বাড়ির পশ্চিমপার দেলোয়ার হোসেন এর নিজস্ব ভূমিতে হাটের সরকারী মূল্য ৫৬ হাজার। দেলোয়ার হোসেন ৭০ হাজারে পেয়েছেন পেয়েছেন হাটের ইজারা।

আলীরটেক আমান মার্কেট এলাকায় হাটটির সরকারী মূল্য ২৬ হাজার হলেও মো জামাল উদ্দিন ২৬ হাজার ৫শ টাকায় পেয়েছেন হাটের ইজারা।

ভূইঘর রূপায়ন টাউন্স সংলগ্ন খালি জায়গার হাটটির সরকারী মূল্য ৫৯ হাজার অধিক ১হাজার টাকা বেশি দিয়ে ৬০হাজার টাকায় ইজারা পেয়েছেন মানিক চান।
কুতুবপুর ইউনিয়নের পাগলা তালতলা সংলগ্ন প্যারাডাইস সিটি মাঠে সরকারী ৮৫ হাজার থেকে ৫হাজার টাকা বাড়িয়ে ৯০ হাজারে ইজারা পেয়েছেন শাহ আলম গাজী টেনু।


কুতুবপুর ইউনিয়নের শান্তিধারা এলাকায় হাজী আব্দুর রাজ্জাক বেপারীর মার্কেট সংলগ্ন খালি মাঠে ৬১ হাজার টাকায় ইজারা পায় আব্দুল রাজ্জাক ব্যাপারী। হাটটির সরকারী মূল্য ছিলো ৫০হাজার টাকা।
তবে ফতুল্লার রাম নগর বিসমিল্লাহ মার্কেটে হাটের ইজার সরকারী মূল্যের চেয়ে কম দাম উঠায় এখনো কোন সিদ্ধাত দেয় নি উপজেলা প্রশাসন। পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে বলেই জানা যায়। এ হাটটির সরকারী মূল্য ১লাখ ১০ হাজার টাকা হলেও আব্দুল কাদির ৫৩ হাজার, শামীম ২৫ হাজার ও আব্দুল আউয়াল ৩০ হাজার টাকা দাম উল্লেখ্য করে সিডিউল জমা দেয়।

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত