নারায়ণগঞ্জের কন্ঠ:
নগরীতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম রোধ, জরুরী প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সড়কে সড়কে টহল অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন কানিজ ফাতেমা মাহজাবিনের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন স্থানে টহল অভিযান পরিচালনা করেন এবং করোনায় আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান জানিয়ে মাইকিং করেন।
টহল অভিযানের এক পর্যায় ক্যাপটেন কানিজ ফাতেমা মাহজাবিন সাংবাদিকদের জানান, গত ২৪ মার্চ থেকে করোনা মোকাবেলা ও প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্যে জনসমাগম যাতে কম থাকে এবং কোথাও যাতে জনসমাগম না হয়। আমাদের গতকাল থেকে নির্দেশ প্রদান করা হয়েছে সাধারণ মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করা। আমরা তা চেষ্টা করছি। সড়কে এবং যানবাহনগুলোতে মাস্ক ব্যবহার করা হচ্ছে কি না তা চেক করছি।
পাশাপাশি আমরা হাট-বাজারগুলোতে অভিযান চালাচ্ছি। কোনো জনসমাগম থাকলে আমরা তা ভেঙে দিচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী গতকাল থেকে আরো কঠোরভাবে মোতয়েন করা হয়েছে। যাতে আমরা করোনাকে সফলভাবে মোকাবেলা করতে পারি।
তিনি আরো জানান, মানুষ মাস্ক ব্যবহারে সচেতন নয়। বাইরে যারা বের হচ্ছে তাদের মাস্ক ব্যবহার জরুরী।পাশাপাশি বাড়িতে যারা রয়েছে তাদেরও নিরাপদ থাকতে।