en
রবিবার , ২৭ অক্টোবর ২০১৯ | ২৭শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

অস্ত্র মামলায় খালেকের ১০ বছরের কারাদণ্ড, খলিলুর খালাস

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
অক্টোবর ২৭, ২০১৯ ৫:৫২ অপরাহ্ণ
PicsArt 10 27 03.12.24

নারায়ণগঞ্জের কন্ঠ:

রূপগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় আবদুল খালেক ( ৪৩ ) কে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খলিলুর রহমান নামের এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রোববার ( ২৭ অক্টোবর ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন । বিশেষ ট্রাইব্যুনাল নং ৪৩/১৬, রূপগঞ্জ মামলা নং ৩/৩/১৬ ।

সাজাপ্রাপ্ত আসামি আবদুল খালেক রূপগঞ্জ থানাধীন চাঁনপাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে । খালাস প্রাপ্ত আসামি খলিলুর রহমান একই এলাকার ফজলুল রহমান ।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩ মার্চ  র্যাব- ১১ ডিএডি মুন্সী নজরুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ চাঁনপাড়া পুনর্বাসন এলাকার খলিলুর রহমানের বাড়ির তিন তলায় অভিযান চালিয়ে একটি রিভলবারসহ আবদুল খালেক ও খলিলুর রহমানকে গ্ৰেফতার করে । পরে মুন্সী নজরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের  ১৯ ( A ) দ্বারা মামলায় দায়ের করেন ।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ( এপিপি ) এড. জাসমিন আহমেদ জানান, ২০১৬ সালে রূপগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় আবদুল মালেক নামের একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও খলিলুর রহমান নামের আরেক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করেন । ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন । রায়ের সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন ।


সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত