নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
রোববার (১১ নভেম্বর) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাশরাফি।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে যান তিনি। মনোনয়ন সংগ্রহের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নেন দেশ সেরা এই ক্রিকেটার ।
নড়াইল-২ আসন থেকে মাশরাফি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।