২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ‘বি’ গ্রুপের ম্যাচে লুক্সেমবার্গকে ২-০ গোলে হারিয়ে মূল পর্বের টিকেট নিশ্চিত করল পর্তুগাল।
গতকাল রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা সফরকারীদের ৩৯তম মিনিটে এগিয়ে নেন পুর্তগালের ফের্নান্দেস। নিজেদের অর্ধ থেকে বের্নার্দো সিলভার উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।
এরপরে দুই পক্ষের কেউই আর কোনো গোল না করতে পারলেও ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফের্নান্দো সান্তোসের দল।
দ্বিতীয়ার্ধের ৭৮তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেয়েছিল পর্তুগাল। তবে রোনালদোর বাঁকানো শট লক্ষ্যভ্রষ্ট হয়।
অবশেষে ৮৬তম মিনিটে জালের দেখা পান পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। দিয়োগো জোতার নেওয়া শট পড়ে যাওয়া গোলরক্ষকের কাঁধে লাগার পর আলগা বল গোলমুখে পেয়ে ডান পায়ের টোকায় প্রতিপক্ষের জালে বল জড়ান রোনালদো।
এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।
৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা ইউক্রেন। আর এই জয়ে সমান ম্যাচে পর্তুগালের সংগ্রহ ১৭ পয়েন্ট।