নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ১০ জনের মনোনয়ন পত্র বৈধতা ঘোষনা করেন এবং দুই প্রার্থীর মনোনয়ন পত্র স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান।
বুধবার ( ৬মার্চ) দুপুর ১টায় জেলা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র বাছাইকালে এ ঘোষনা করেন।
ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন, আবু নাইম ইকবাল, মনির হোসেন, মোঃ শাহজালাল, শেখ ফরিদ, মোঃ শাহআলম, নেকবর হোসেন, এম জাহাঙ্গীর হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নাসিমা আক্তার, মাহমুদা আক্তার, ফরিদা পারভীন, হেলেনা আক্তার।
এদিকে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হয় দুপুর ১২ টায়। এতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী তাবিবুল কাদির তমালের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কমিশনার ও রির্টানিং কর্মকর্তা মোঃ আতাউর রহমান। এনপিপি এর প্রার্থী এস আলমের মনোনয়ন বাতিল করা হয় এবং স্বতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমানের মনোনয়ন স্থগিত রাখা হয়।
ভাইস চেয়ারম্যান পদে এড. মোঃ স্বপন ভূঁইয়া, সোহেল আহমেদ ভূঁইয়া, ইউসুফ চৌধুরী, হাবিবুর রহমান হারেছ, মোতাহার হোসেন নাদিমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং অপর প্রার্থী আব্দুল আলীম সকরকারের মনোনয়ন স্থগিত রাখা হয়। নারী ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তার চম্পা, হ্যাপী বেগম, জান্নাতুল ফেরদৌস নীলা ও সায়রা তাহসিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।