ডেস্ক রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট যেকোনো মুহূর্তে সরে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তারা এমন ঘোষণা দিলে তাতে বিভ্রান্ত না হয়ে জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৯ ডিসেম্বর) সকালে বিএনপি-জামায়াতের হামলায় দিনাজপুরে আহত আওয়ামী লীগ নেতা ড. মাহবুবুর রহমানকে সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) দেখতে গিয়ে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী গুরুতর আহত ড. মাহবুবুর রহমানের শারীরিক অবস্থা নিয়ে দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলেন।
চিকিৎসক ও পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে ডাক্তার মাহবুবের উপর হামলা হয়। চাপাতির কোপ ঠেকাতে গিয়ে তার দুই হাতের চারটি আঙ্গুলে মারাত্মক আঘাত পায়। তবে অস্ত্রোপচারের পর তিনি শংকা মুক্ত।
পরে শেখ হাসিনা, উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন বানচাল করতে সন্ত্রাস ও নানা ষড়যন্ত্র চলছে। ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত। যেকোনো ধরণের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে তিনি ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।