নারায়ণগঞ্জের কন্ঠ:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ।
রবিবার ( ৩ মার্চ ) সন্ধ্যায় শহরের নয়ামাটি দরিদ্র ভান্ডার কালী মন্দিরে এই প্রার্থনা সভার আয়োজন করা হয় ।
মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে প্রার্থনা সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদের সদস্য বাসুদেব চক্রবর্তী, জেলা হিন্দু সংস্কার কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন পদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, সংস্কৃতি সম্পাদক উত্তম কুমার সাহা, সমাজ কল্যাণ সম্পাদক তপন ঘোষ, পূজা বিষয়ক সম্পাদক রাজ প্রষাদ চক্রবর্তী, তথ্য গবেষণা সম্পাদক অরুন দেবনাথ, ফতুল্লা থানা হিন্দু সংস্কার সমিতির সভাপতি প্রদীপ কুমার মন্ডল, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, সিদ্ধিরগঞ্জের সভাপতি শিশির ঘোষ অমর, হিমাংশু সাহা, পরেশ বর্মন প্রমুখ ।
প্রার্থনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেন, সংখ্যালঘুদের যেকোনো বিপদ আপদে ওবায়দুল কাদের ছায়ায় মতো পাশে এসে দাঁড়াতেন । তিনি ছিলেন একজন উদয় মনের ব্যক্তি এবং অসাম্প্রদায়িক রাজনৈতিক ধারক বাহক । আমরা ভগমানের নিকট প্রার্থনা করি যাতে করে তিনি দূত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে ।
এ সময় ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, কমান্ডার গোপিনাথ দাসসহ অসুস্থ সকলের রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয় ।