ওপার বাংলার খ্যাতিমান নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু। একই সঙ্গে তিনি পশ্চিম বাংলা সরকারের একজন মন্ত্রীও। রাজনীতির ব্যস্ততায় ইদানীং মঞ্চে ও পর্দায় তাঁকে অভিনয় করতে কম দেখা যায়। অভিনেতা হিসেবে মাঝেমধ্যে পাওয়া গেলেও নির্মাতা হিসেবে পাওয়া যায়নি গেল এক দশকে। ২০১০ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত শেষ ছবি ‘তারা’। দীর্ঘ বিরতির পর আবার ছবি নির্মাণ করতে যাচ্ছেন তিনি। আর তাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম। ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাত্য বলেন, “দশ বছর পর পরিচালনায় ফিরছি। নতুন ছবিটি বুদ্ধদেব গুহর দুটি ছোটগল্প—‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ নিয়ে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। চিত্রনাট্যের কাজ করছেন উজ্জ্বল চ্যাটার্জি। সম্প্রতি ভারত-বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে গিয়েছিলাম। তখনই মোশাররফের সঙ্গে আলোচনা সেরে নিয়েছি।’ অবশ্য এ বিষয়ে জানার জন্য মোশাররফ করিমকে ফোন করে পাওয়া যায়নি। তিনি এখন দেশের বাইরে আছেন বলে জানা যায়। এর আগে ‘রাস্তা’ ও ‘তিস্তা’ নামে আরো দুটি ছবি নির্মাণ করেছিলেন ব্রাত্য।