নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিনে নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার ) আসনে বিশাল শোডাউনের মধ্যদিয়ে দিয়ে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ।
বৃহস্পতিবার ( ২৭ ডিসেম্বর ) সকাল থেকে বিকেল পর্যন্ত আড়াইহাজারের বিভিন্ন ইউনিয়ন পাড়া মহল্লায় ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে গনসংযোগ করেন । আজাদের শেষদিনের প্রচারণায় জনতার ঢল নামে । এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের ধানের শীষের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ ।
এ নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়। ভোট বিপ্লবের মধ্যে দিয়ে স্বৈরাচারের পতন ঘটবে। ভোটের আগেরদিন থেকে কেন্দ্র পাহারা দিবেন। সকাল থেকে দলে দলে কেন্দ্রে গিয়ে ভোটের অধিকার আদায় করে নিবেন। কাউকে অধিকার ছিনিয়ে নিতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। অবৈধ ক্ষমতা আরও দীর্ঘায়িত করার জন্য অভিযান গ্রেফতার চালিয়ে বিএনপিকে দমন করার চেষ্টা করছে। কিন্তু জনগণ ভোটের মাধ্যমে এবার দাঁতভাঙ্গা জবাব দেবে।
গনসংযোগকালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি লুৎফর রহমান আব্দু, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, আড়াইহাজার বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া, জেলা যুবদল নেতা ইমরান কাউছার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ আলম ভূঁইয়া, আড়াইহাজার যুবদলের আহ্বায়ক মো: জুয়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু , আড়াইহাজার মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ উল্লাহ, আড়াইহাজার থানা ছাত্রদল নেতা আসাদুজ্জামান, বিদ্যুৎ মোল্লা, নাদিম হোসাইন, রাজিব, নয়ন পারভেজ, জহিরুল মোল্লাসহ কয়েক হাজার নেতাকর্মী ।