স্টাফ রিপোর্টার: সার, বীজ, ডিজেল, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে নেতাকর্মীদের বিশাল শোডাউন যোগদান করেছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে কৃষক সমাবেশকে সফলফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের জেলা, থানা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী নয়াপল্টনের আশপাশের এলাকায় জড়ো হতে থাকে। পরে ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সকাল দশটার দিকে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি শরিফুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক ডা. শাহিন আহমেদের নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে সমাবেশে হাজির হয়। এসময়ে নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই। আমার নেত্রী আমার মা বন্ধি থাকতে দিবো না বলে শ্লোগানে শ্লোগানে পুরো নয়াপল্টনের আশপাশ প্রকম্পিত হয়ে ওঠে।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক সদস্য রুহুল আমীন শিকদার, জুয়েল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা কৃষক সহ- সভাপতি এডভোকেট কামাল হোসেন, দুলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন শিকদার, সাহাব উদ্দিন মোল্লা, সোনারগাঁ থানা কৃষক দলের ফজলুল হক মেম্বার, সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁ থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সোনারগাঁ থানা কৃষক দলের যুগ্ন সম্পাদক মোঃ জাব্বার, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক শাহ্ আলম পাটোয়ারী, সদস্য সচিব রয়েল চৌধুরী, আড়াইহাজার থানা কৃষক দলের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন, পৌরসভা সভাপতি গুলজার হোসেন, বশির উদ্দিন, জজ মিয়া, সাইদুর, আলী হোসেন প্রমুখ।