সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন। সেই সাথে স্বরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ।
এক শুভেচ্ছা বার্তায় শহিদুর রহমান স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের রাজনৈতিক কর্মকান্ডে নেতৃত্ব বিকশিত করার লক্ষ্যে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রতিকূলতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রামে রাজনৈতিক নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের ভূমিকা ছিলো প্রশংসনীয় অবদান । বর্তমান স্বৈরাচারী সরকারের প্রতিহিংসার শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গৃহবন্দী । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান বিদেশের থেকেও দলকে সুসংগঠিত করে রেখেছেন ।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও জনগণের অধিকার আদায়ে ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যুবদলের হাজারো লাখো নেতাকর্মী হামলা মামলা নির্যাতনের শিকার হয়েও রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে । এর কারনে গুম ও হত্যার শিকার যুবদলের নেতাকর্মীরা। চলমান আন্দোলন সংগ্রামে যুবদল সরকারের হাজারো নির্যাতনকে উপেক্ষা করে জনগণের অধিকার ও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকায় বিগতদিনের মতো অবদান রাখবে। জাতীয়তাবাদী শক্তির পতাকা জনগনকে উপহার দিবে ইনশাআল্লাহ । এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আগামীর যুবদলের লক্ষ্যে এটাই হবে,সেই আশাবাদ করছি । বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সকলস্তরের নির্যাতিত নেতাকর্মীদের প্রতি আমার সালাম রইলো।