নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের ৫টি থানার ছাত্রদলের নেতাকর্মীরা দুই দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে ঢাকা নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের অফিসে অবস্থান কর্মসূচী পালন করেছেন।
শুক্রবার (২৪ মে) বিকেলে দলীয় কার্যালয়ে নারায়ণগঞ্জের ৫ টি থানার শতাধিক ছাত্রদলের নেতাকর্মী অংশ নিয়ে এ অবস্থান কর্মসূচী পালন করেন।
এ সময়ে অবস্থান কর্মসূচীতে ৫ টি থানার ছাত্রদলের নেতারা দ্রুত তাদের দাবি মানে নিতে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরাম উল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে এখন থেকে ছাত্রদলের সকল কর্মসূচী ৫ থানার নেতাকর্মীরা আলাদাভাবে ব্যানারে পালন করবেন বলেও জানান তারা ।
এর আগে গত ১৫ মে এক ইফতার মহফিলে থানা ছাত্রদলের নেতারা দুটি দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দেয় জেলা ছাত্রদলকে। পরে একটি বিবৃতিও দেয় তারা।
বিবৃতিতে তারা বলেন, ১৮ থেকে ১৯ বছরের থানা কমিটির বন্ধ্যাত্ব না গুছিয়ে জেলা ছাত্রদলের শীর্ষ নেতাদের একাধিক পদের উচ্চ লালসা ও থানা কমিটি গঠনে চরম অনীহা আমরা পাঁচটি থানা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ মোটেও ভালো চোখে দেখছি না। থানা ও ইউনিট কমিটি গুলো গঠন না করে জেলা ছাত্রদলের পদধারী নেতারা আবার নেতা হওয়ার চরম লজ্জাজনক ও ঘৃণিত গোপন ষড়যন্ত্রে লিপ্ত। জেলার শীর্ষ দুই নেতা ইতোমধ্যে জেলা বিএনপির দুটি গুরুত্বপূর্ণ পদ যথাক্রমে জেলা ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক ও সহ ছাত্র বিষয়ক সম্পাদক পদ দুটি তাদের দখলে নিয়েছেন। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তারা। এই লক্ষ্যে দেশ বিদেশে জোরালো লবিংও করছেন তারা। তৃণমূলকে সাংগঠনিকভাবে পরিচয়হীন রেখে তাদের ক্ষমতা কুক্ষিগত করার উচ্চবিলাসী মনোভাব ও চরম স্বেচ্ছাচারিতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।