নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের পাঁচটি আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নারায়ণগঞ্জ ছাত্রলীগের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীদের রাজপথ ছাড়াও ফেসবুকে আওয়ামীলীগের উন্নয়ণের প্রচারের আহবান জানিয়েছেন তিনি।
শুক্রবার ( ৩০ নভেম্বর ) সকালে উত্তর চাষাড়ার ঐতিহ্যবাহী হীরা মহলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় রেজওয়ানুল হক চৌধুরী শোভন একথা বলেন। শোভন বলেন, যে এলাকায় শামীম ভাইয়ের মত লোক আসে সে এলাকা নিয়ে আমাদের কোন চিন্তা নেই। শামীম ভাইয়ের মত রাজনীতিক যদি দেশের প্রতিটি এলাকায় থাকতো তাহলে আওয়ামীলীগের কোন চিন্তা ছিল না। তিনি বলেন, নির্বাচনী মাঠে সবাইকে সজাগ থাকতে হবে। ঠান্ডা মাথা কাজ করতে হবে। নির্বাচনী মাঠে কোন প্রকার বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেদিকে খেয়াল করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, সরকারি তোলারাম কলেজ শাথা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মহানগর ছাত্রলীগ নেতা আহম্মেদ কাউছার, শাহরিয়া বাপ্পিসহ জেলা ও মহানগরের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দরা।