নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর পেছাচ্ছে না। ঐক্যফ্রন্ট ৩ সপ্তাহ নির্বাচন পেছানোর দাবি করলেও কমিশন বৈঠক করে নির্বাচন আর না পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত টানা এক ঘণ্টা বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্যা কমিশনারসহ নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা ও বিদ্যালয়গুলো খোলা থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ব্রিফ করে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন অাহমদ বলেন, নির্বাচন পেছানোর অার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, নির্বাচনের পর বিভিন্ন কাজ রয়েছে। নির্বাচনের পর অনেক সময় পুন:নির্বাচন করতে হয়। এছাড়া গেজেট প্রকাশসহ বিভিন্ন কাজ রয়েছে। সেজন্য ৩০ ডিসেম্বরের পরে অার নির্বাচন পেছানো সম্ভব নয়।
প্রসঙ্গত পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।