নারায়ণগঞ্জের কন্ঠ:
নৌপথে চাঁদাবাজি বন্ধে নৌ পুলিশের ডিআইজির কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
রবিবার ( ২৭ জানুয়ারি ) বিকেলে নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধমে স্মারকলিপিটি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদান করে।
স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাষ্টার বলেন, মেঘনা নদীর হরিনাঘাট, বরিশালের হিজলা দুলাখোলা, চাঁদপুরের এখলাছপুর, মোহনপুর, ষাটনল, মেঘনা তেঁতইতলাসহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বালুবাহী বাল্কহেডসহ অসংখ্য নৌযান ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। পাশাপাশি বিভিন্ন নৌপথে বিআইডব্লিউটিএর টোল ইজারার নামে চাঁদাবাজি হচ্ছে। সুনামগঞ্জ থেকে একটি পণ্যবাহী নৌযানকে ঢাকা ও নারায়ণগঞ্জে আসতে কমপক্ষে ২৬টি স্পটে চাঁদা দিতে হচ্ছে। এভাবে বিভিন্ন রুটেই নৌযান শ্রমিকরা চাঁদাবাজির শিকার হচ্ছে। চাঁদা না দিলেই নির্যাতনের শিকার হতে হয়। যেসব শ্রমিকদের ঘাম ও রক্ত পানি করা পয়সায় নৌ সংশ্লিষ্ট প্রশাসনের বেতন ভাতা হয় তাদের সামনেই নৌ-শ্রমিকদের রক্ত পানির সঙ্গে মিশে যায় আর নদীতে কর্মরত প্রশাসন নিরব দর্শকের মতো তাকিয়ে দেখে। তাদের সাহায্য চাইলে নানান বাহানায় এড়িয়ে যায়। তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, নদীপথে ইজারাদার নামধারী সন্ত্রাসীদের চাঁদাবাজি, শ্রমিকদের উপর নির্যাতন ও ডাকাতি বন্ধ না হলে নৌযান শ্রমিকদের কঠোর আন্দোলনের বিকল্প থাকবে না। অবিলম্বে নদীপথে সন্ত্রাসী চাঁদাবাজি ডাকাতি শ্রমিক নির্যাতন বন্ধ করা না হলে শ্রমিকদের কর্মবিরতি পালনসহ সারাদেশে নদীপথে পণ্য পরিবহন বন্ধ করতে বাধ্য হবো। তখন আর নৌযান শ্রমিকদের উপর দোষ দেয়া যাবে না।
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি সরদার আলমগীর মাষ্টারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের সহসভাপতি ও বিআইডব্লিউটিসি’র নেতা এস এম মনজুর আহাম্মেদ, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু মাষ্টার, জেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক গাজী লিটন, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা নিজামউদ্দিন, কবির হোসেন, দশআনি মোহনপুর শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মোঃ নিজাম, মোঃ আলিম, খোরশেদ আলম, পান্না মিয়া, জেলা মটর মেকানিক্স ইউনিয়নের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক মোঃ জুয়েল, আকিজ গ্রুপের শ্রমিক নেতা আব্দুর রহিম, সানাউল প্রমুখ।