স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি.আর.দত্ত) বীর উত্তম এর বিদেহী আত্মার শান্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শোক সমাবেশ ও মৌন শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, নারায়ণগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সাধারণ সম্পাদক রাজিব তালুকদার, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক সুজন দাস, জেলা ঐক্য পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য প্রদীপ কুমার দাশ, সিদ্ধিরগঞ্জের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিজয় সরকার, জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, সিদ্ধিরগঞ্জের সভাপতি শিশির ঘোষ অমর, ফতুল্লার সাধারণ সম্পাদক শিবু দাস, বন্দরের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, মহানগর নেতা অরুণ দেবনাথ, পিন্টু রায়, হিমাদ্রি সাহা হিমু, সুজন বিশ্বাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাউগী সুমন, সাধারণ সম্পাদক ভজন দাস, যুগ্ম আহ্বায়ক সঞ্জয় দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সদর উপজেলার সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভ, বন্দর উপজেলার সভাপতি তুলসী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস, জন সরকারসহ নেতৃবৃন্দ।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের নেতৃত্বে শহরে মৌন মিছিল বের করা হয়। মৌন মিছিলটি শহরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় নারায়নগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের নেতৃত্বে মৌন শোক মিছিলে সংহতি প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সিআর দত্তের মরদেহ নেওয়া হয় । সেখানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সিআর দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় ।