নারায়ণগঞ্জের কন্ঠ:
ফতুল্লা নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় টিটু (৫১) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি ) সকালে ফতুল্লা মডেল থানার এএসআই আরসাদ আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।
গ্রেপ্তারকৃত টিটু ফতুল্লার ইদ্রাকপুর দাপা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। টিটুর স্ত্রী বাদী হয়ে নারী নির্যাতন ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তাকে গ্রেপ্তারের আদেশ দেয় আদালত।
মামলার সূত্রে জানা যায়, ১৯৯২ সালের সেপ্টেম্বরের ১১ তারিখ ইসলামী শরীয়তের বিদানে টিটু ও মামলার বাদী বিয়েতে আবদ্ধ হয়। যেখানে দেন মোহর ধার্য্য করা হয় ২লাখ টাকা। পরবর্তীতে সংসার করাকালিন তিন কন্যা সন্তান জন্ম দেয় এই দম্পত্তি। ২০১৫ সালে বিভিন্ন সময় যৌতুক দাবী করতে থাকে টিটু। প্রথমে ২লাখ টাকা নিজের বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেয়। কিছুদিন গেলে আবারও যৌতুক দাবী করলে বাদীনি দিনে নারাজ হলে তার উপর নির্যাতন করতে থাকে টিটু। এ পর্যায়ে বাধ্য হয়ে কিছুদিন পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যাল আদালতে মামলা করেন বাদীনি। আদালত আসামীকে গ্রেপ্তারের নির্দেশ দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করেন।