নারায়ণগঞ্জের কন্ঠ : নারায়ণগঞ্জের সদর থানাধীন তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের সকলের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার (৫সেপ্টেম্বর ) এক শোকবার্তায় এমনটাই জানান নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস ও সাধারণ সম্পাদক উত্তম সাহাসহ সংগঠনের নেতৃবৃন্দ।
শিখন সরকার শিপন স্বাক্ষরিত শোকবার্তায় উল্লেখ করেন, নারায়ণগঞ্জের তল্লায় বায়তুল সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা খুবই হৃদয়বিদারক এমন মর্মান্তিক। ধর্মীয় উপাসনালয় এ ধরনের দুর্ঘটনা সত্যি সহ্য করার মতো নয়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার ক্ষমতা প্রদানে মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা জানাচ্ছি। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সদর থানাধীন তল্লা এলাকায় বাইতুল সালাত জামে মসজিদের গ্যাস লিকেজ এর কারণে বিস্ফোরণের ঘটনায় এপর্যন্ত ১৪ জন মুসল্লীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে, আরো ২৫ জন মুসল্লী অগ্নিদগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন। মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।