মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোয়াজ্জিনসহ ১১ জনের মৃত্যু আজাদের শ
নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন ও জুয়েল নামে সাত বছরের এক শিশুসহ ১১ জন অগ্নিদগ্ধ হয়ে নিহতদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ।
শনিবার ( ৫ সেপ্টেম্বর ) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন । তিনি বলেন, মসজিদের ভিতরে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা সত্যিই হৃদয় বিদারক । আল্লাহ পাক সবাইকে জান্নাত নসিব করুন । নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি । আহতদের সুস্থতা কামনা করছি ।
প্রসঙ্গত, শুক্রবার ( ৪ সেপ্টেম্বর ) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ৬টি এসি বিস্ফোরণে এক সাংবাদিকসহ অর্ধ্বশতাধিক মুসল্লি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর দগ্ধ ৩৭ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামে ক) ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন ও জুয়েল নামে সাত বছরের এক শিশুসহ ১১ জন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন ।শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এশার নামাজ চলাকালীন তিন তলা মসজিদের নিচতলায় এই বিস্ফোরণ ঘটে। সেই সময় মসজিদে ৭০/৮০ জন মুসল্লি জামাতের সাথে নামাজ পড়ছিলেন বলে জানা গেছে।