নারায়ণগঞ্জের কন্ঠ: আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব ও ১নং সদস্য আবুল কালাম ভূঁইয়াকে গ্ৰেপ্তার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু।
এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে শান্তিপূর্ণ শোভাযাত্রার কর্মসূচিতে পুলিশ বাঁধা এবং লাঠিচার্জ করে। এক পর্যায়ে আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা ও গুলি বর্ষণ করে। নিহত হয়েছে যুবদল কর্মী শাওন। আর শত শত বিএনপি’র নেতা-কর্মীরা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
তিনি আরও বলেন, শুধু তাই না বিএনপি’র ৭১জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় পাঁচ হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব ও ১নং সদস্য আবুল কালাম ভূঁইয়াকে গ্ৰেপ্তার করে আদালতে পাঠিয়েছে। আমি মিথ্যা ও বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এসকল হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহার করে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত: গত বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নারায়ণগঞ্জে পুলিশ -বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটে। পরেরদিন পুলিশকে হত্যার উদ্দেশে হামলা, পুলিশের কর্তব্যকাজে বাধাদান ও ভাংচুর এবং বিস্ফোরকের অভিযোগ এনে ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার থেকে পাঁচ হাজার জনকে আসামী করে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদেরকে ঘটনার দিন বৃহস্পতিবার সংঘর্ষ চলাকালীন সময় আটক করা হয়েছিলো।