নারায়ণগঞ্জের কন্ঠ:
চতুর্থ দিনের মতো নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস পরিস্থিতিতে খেটে খাওয়া অসহায় হতদরিদ্র, দিনমজুর একশত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা ।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানতলী ও আইলপাড়া, লক্ষীনারায়ণ (নাসিক ৮ ও ১০নং) ওয়ার্ডের বিভিন্ন এলাকায় খেটে খাওয়া হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ ছাত্রদলের নেতাকর্মীরা ।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নাজিম পারভেজ অন্ত, সহ-সভাপতি আশিকুর রহমান অনি, সহ-সভাপতি মোস্তফা ভূঁইয়া বাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ হাসিব । এছাড়াও উপস্থিত ছিলেন, সুজন, নুর মোহাম্মদ, তামিম, পলাশ, সোহেল, রাসেল প্রমুখ ।