নারায়ণগঞ্জের কন্ঠ:
মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম এর দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ক্রয় করার পর নির্বাচনের বিষয় মত-বিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দরা। সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কালিবাজারস্থ মহানগর বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এড. আবুল কালাম এর সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র সহ-সভাপতি এড. জাকির হোসেন, হাজী নুরু উদ্দিন, আতাউর রহমান মুকুল, ফখরুল ইসলাম মজনু, আয়সা সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, শওকত হোসেন শকু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, দেশের মানুষের গণতন্ত্র পুর্নউদ্ধারের জন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহন করছে। নির্বাচনও আমাদের প্রতিবাদেরই একটা অংশ। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতিককে জয়ী করে আনবো। তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের জন্য যে স্বপ্ন দেখে গেছেন তা বাস্তবায়ন করা সম্ভব হবে। গণতন্ত্রের মাতা আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনই অন্যায়ের সাথে আপোষ করেননি। যার ফলসূতিতে এই বুদ্ধ বয়সেও তার কলিজার টুকরো সন্তানকে হারাতে হয়েছে। আরেক ছেলে সরকারের পাতানো মিথ্যা মামলার শিকার হয়ে দেশে আসতে পারছেন না। আর সে নিজেও মিথ্যা মামলার শিকার হয়ে কারাগাড়ে আছেন। তাই জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র উদ্ধার সহ নেত্রীকে মুক্ত করে আনবে।
এ সময় নির্বাচনের নানা বিষয় নিয়ে নেতৃবৃন্দরা আলোচনা করেন।