নারায়ণগঞ্জের কন্ঠ:
সর্বোচ্চ আয়কর অর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে ৪ দিন ব্যাপী আয়কর মেলা সমাপ্ত হয়েছে।
শুক্রবার ( ১৬ নভেম্বর) বিকালে আমন্ত্রণ কনভেনশন সেন্টারে প্রেস ব্রিফিং এ কর কমিশনার নারায়ণগঞ্জ জানান, ১৩ নভেম্বর শুরু হয়ে ১৬ নভেম্বর ৪ দিন ব্যাপী করমেলায় ৩ কোটি টাকার উপর আয় হয়েছে।গতবার যে আয় হয়েছে তার চেয়ে বেশী আয় হয়েছে ৩ কোটি টাকার বেশী।
তিনি আরো জানান,আয়কর মেলার সমাপনী দিনে – কর শিক্ষন ফোরাম কর অঞ্চল- নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আয়কর বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের মধ্যে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেষ্ট,বই এবং উপহার সামগ্রী বিতরন করা হয়।
চার দিনব্যাপী আয়কর মেলায় ৬১৮৭ টি রির্টানের বিপরীতে ৩ কোটি ৬৩ লাখ ৩৯ হাজার৭৯৫ টাকা রাজস্ব সংগ্রহ করা হয়েছে।চার দিনে ১১১৭৯ জন দর্শনার্থীকে আয়কর বিষয়ক পরামর্শ দেয়া হয়।
২৫৮ জন করদাতা ই- টিআইএন রেজিঃ গ্রহন করেন।২৬ জন করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহন করেন বলে জানানো হয়।
প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন,কর কমিশনার নারায়ণগঞ্জ রনজীত কুমার সাহা।উপস্থিত ছিলেন,যুগ্ম কর কমিশনার মোঃ শফিউল আজম,মীর্জা মাহমুদ সাজ্জাত,অতিরিক্ত কর কমিশনার মোঃ সবুর খান,প্রধান সহকারী লোকমান আহম্মেদ প্রমুখ।