নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাবেক লাইব্রেরী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা আদালতের দুই শতাধিক আইনজীবীরা। তারা এক বিবৃতিতে এমনটা দাবি করেন। বিবৃতিতে ২১১ জন আইনজীবী স্বাক্ষর করেন।
বুধবার ( ১৩ নভেম্বর ) এক বিবৃতিতে বলা হয়- এতদ্বারা আমরা নিন্ম স্বাক্ষরকারী নারায়ণগঞ্জ বারের বিজ্ঞ আইনজীবীগণ এই মর্মে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে, গত ২/১ মাস যাবত বিভিন্ন লোকাল পত্রিকায় এবং অনলাইন মাধ্যমে নারায়ণগঞ্জ বারের একাধিকবার নির্বাচিত আইনজীবী প্রতিনিধি অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ক এর চনিত্র হনন করিয়া বিভিন্ন ষড়যন্ত্রমুলক সংবাদ পরিবেশন করা হয়েছে। যাহা সত্য না, উক্ত সংবাদগুলো ষড়যন্ত্রকারী তৃতীয় পক্ষের উস্কানীতে করা হচ্ছে। যাতে করে অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন এর ব্যক্তিগত রাজনৈতিক সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অদূর ভবিষৎে যেকোন আইনজীবীর বিরুদ্ধে অপপ্রচার হলে আমরা শক্ত হাতে প্রতিহত করব এমনকি আইনের আশ্রয় গ্রহণ করিতে বাধ্য থাকিবো।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূ্ইঁয়া, সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট জাকির হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভূঁইয়া, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট আলাউদ্দীন আহমেদ, অ্যাডভোকেট মশিউর রহমান শাহিন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এমদাদুল হক তারাজ উদ্দীন, অ্যাডভোকেট মোহাম্মদ গিয়াসউদ্দীন, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট আবু সাঈদ খান সবুজ, অ্যাডভোকেট সুমন মিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট ওমর ফারুক ভূঁইয়া, অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, অ্যাডভোকেট মাসুদা আক্তার, অ্যাডভোকেট শামীমা আক্তার, অ্যাডভোকেট হালিমা আক্তার, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট রতন কুমার সরকারসহ ২১১ জন আইনজীবী।