নারায়ণগঞ্জের কন্ঠ:
মরনঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা তথা বারদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সতর্ক বার্তা দিয়েছেন সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল ।
বুধবার ( ৫ ফেব্রুয়ারি ) এক বিবৃতিতে সতর্ক বার্তার মাধ্যমে লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, করোনা ভাইরাস মরণঘাতী। এ ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য। চীনে শুরু হলেও গতকাল ভাইরাসটি মালোশিয়া ও ভারতেও সনাক্ত হয়েছে। যেহেতু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী ও ভারত থেকে বৈধ ও অবৈধভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ ও পন্য বাংলাদেশে আসা যাওয়া করে, তাই আমাদেরও এখনই সর্তক হওয়া জরুরী।
তাই নিন্মোক্ত নিয়মাবলী পালনের জন্য নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা তথা বারদী ইউনিয়নের সর্বস্তরের জনগনের প্রতি সবিনয় অনুরোধ রইলো।
১. ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। ২. গণপরিবহণ এড়িয়ে চলার চেষ্টা করুন। ৩. প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন। ৪. ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। ৫. কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভঅলো করে ধুয়ে নিন। ৬.ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন। ৭. ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। ৮. নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করুন। ৯. সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যাবহার করুন। ১০. অপ্রয়োজনে ঘরের দরজা, জানালা খোলা রাখা থেকে বিরত থাকুন।