নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার কারাবন্দি ফাঁসির আসামী নূর হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র, মাদক চাঁদাবাজিসহ ৪টি মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।
রোববার ( ৯ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানারা আদালতে নুর হোসেনের উপস্থিতিতে মামলার বাদী উপপরিদর্শক অজিৎ কুমার মিত্রসহ ৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় । এর আগে সকালে নূর হোসেনকে কড়া নিরাপত্তায় মাধ্যমে গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। বাকী আসামিরা হলেন, জাহাঙ্গীর আলম, শাহজালাল বাদল, সেলিম, আলী মোহাম্মদ, নুর উদ্দিন, ছানাউল্লাহ, খোরশেদ, মিজান, হারুন অর রশিদ, জামাল। মামলা নং ৪৫(৫)১৪, ৩(৮)১৪, সেশন মামলা নং ১০২/১৬, বিশেষ ট্রাইব্যুনাল ৬/১৫ ।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এড. সালাহউদ্দিন সুইট জানান, সিদ্ধিরগঞ্জ থানার অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ৪টি মামলায় নুর হোসেনসহ তার সহযোগীর বিরুদ্ধে মামলার বাদী উপপরিদর্শক অজিৎ কুমার মিত্রসহ ৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে । পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে ।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালে নারায়ণগঞ্জে ৭ খুনের পর ভারতে পালিয়ে যায় মামলার প্রধান আসামি নূর হোসেন। তাকে দেশে ফিরিয়ে আনার পর সিদ্ধিরগঞ্জের তার বাড়ি থেকে বেশ কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়।