নারায়ণগঞ্জের কন্ঠ:
মরনঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেড় শতাধিক কর্মহীন হতদরিদ্র পরিবার ও দুস্থ অসহায় প্রতিবন্ধী মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ।
রোববার ( ৫ এপ্রিল ) সকালে বন্দরের রিষি পাড়া, একরামপুর, ইস্পাহানী এবং শহরের রেললাইন, দিঘির পাড়, ভূঁইয়ারভাগ সহ বিভিন্ন এলাকায় হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পিঁয়াজ, তৈল, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময়ে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ , জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, পূজা পরিষদ নেতা সাংবাদিক উত্তম সাহা, পিন্টু রায়, রাজ প্রাসাদ চক্রবর্তী, বন্দর উপজেলা কমিটির সভাপতি শংকর দাশ, সাধারণ সম্পাদক সুজন দাস, মহানগরের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, অরুন দেবনাথ, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সহ-সভাপতি সঞ্জয় দাস, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, রাজীব ভৌমিক, ভজন বমর্ন, প্রনব দাস, চয়ন দাস, বিজয় রবি দাস, রাজিব, পিযুষ, সঞ্জিত, মি. জন সরকার প্রমুখ ।