নারায়ণগঞ্জের কন্ঠ: আগামীকাল বুধবার ( ২৭ সেপ্টেম্বর ) সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লা সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে সর্ব বৃহৎ জনসমাবেশ করবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। চলছে মঞ্চ তৈরির প্রস্তুতির পাশাপাশি ব্যাপক প্রস্তুতি ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খাঁন।
সরজমিনে মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর ) বিকেলে গিয়ে দেখা যায়- মঞ্চ তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন ডেকোরেটর কর্মীরা। আর মঞ্চ তৈরির প্রস্তুতি ও জায়গা পরিদর্শন করছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে মঞ্চ তৈরির প্রস্তুতি দেখতে এসে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, জেলা বিএনপির জনসমাবেশকে জনসমুদ্রে পরিনত হবে। আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। স্থানীয় প্রশাসন যদি আমাদেরকে বাঁধা না দেয় তাহলে আমরা নারায়ণগঞ্জে ইতিহাস করবো।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন, আমাদের জনসমাবেশ লোকে লোকারণ্য হয়ে যাবে। আমরা আশা করছি কমপক্ষে দুই লাখ লোকের সমাগম ঘটবে। তবে এতো ছোট্ট জায়গা আমরা নেতাকর্মীদের কিভাবে জায়গা দিবো সেটা নিয়েই চিন্তিত।
এদিকে নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পৃথক পৃথকভাবে প্রস্তুতি সভা করেছে।
অন্যদিকে নারায়ণগঞ্জের ইতিহাসের সর্বকালের সর্ব বৃহৎ জনসমাবেশের আয়োজন করা হয়েছে। নির্বাচনের পূর্বে নারায়ণগঞ্জে বিএনপির জনসমাবেশ। ফলে সমাবেশকে ঘিরে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় জনসমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদস্য কাজী মনিরুজ্জামান মনির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
এছাড়াও আরও উপস্থিত থাকবেন আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র এড. মাহফুজুর রহমান হুমায়ূন, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।