নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, বাংলাদেশে নারী নির্যাতন নেই বললেই চলে । নারীদের ক্ষমতায়ন হয়েছে তার বহিঃপ্রকাশ আমরা পেয়েছি ।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ( ২০১৭- ১৮ ) অর্থ বছরের অনুদানের চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
তিনি বলেন, বিশ্বে বিরল যে বাংলাদেশের নারীরা অনেক ক্ষেত্রেই দ্রুত এগিয়ে আছে । বর্তমান দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৃষ্টান্ত মূলক উদ্ধার । নারীর ক্ষমতায়নে তিনি দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি সেক্টরে নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে ।
তিনি আরো বলেন, অনেক ক্ষেত্রে বাল্য বিবাহের কারনেই নারী নির্যাতন হয়ে থাকে । সুতরাং বাল্য বিবাহ বন্ধ করতে হবে । ছেলে মেয়ের বৈষম্য দূর করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে । ছেলে ও মেয়েকে সমান অধিকার দিলেই সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব ।
মঙ্গলবার ( ২৭ নভেম্বর ) বেলা এগারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় ।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজা ইয়াসমিনের সভাপতিত্বে ও গ্ৰোগাম অফিসার ফাতেমা ফেরদৌসীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রেজাউল বারী, জেলা জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা আব্দুর রশিদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার , জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহরিয়ার রেজা, ডিআইটু ইন্সপেক্টর সাজ্জাদ রোমন, জেলা সমবায় কর্মকর্তা আকিরুল আলম, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ফজলুল হক, জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক আবু জাফর, নূর জাহান মহিলা সমিতির সভানেত্রী এড. নূর জাহান বেগম, ভ্রমনগাঁও দুঃস্থ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী আলেয়া বেগম, এনজিও নেটওয়ার্কের চেয়ারম্যান আরিফ মিহির, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ জিএম আঃ জব্বার চিসতি, একতা দুঃস্থ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী মনোয়ারা বেগম প্রমুখ ।
সভাশেষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ( ২০১৭- ১৮ ) অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয় ।