নারায়ণগঞ্জের কন্ঠ : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু এবং নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপনের নেতৃত্বে বিশাল শোডাউন করে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। যুবদলের সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার ( ৪ ফেব্রুয়ারি ) সকালে থেকেই নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা প্রেসক্লাবের আশপাশের এলাকায় জড়ো হতে থাকে। পরে সকাল সাড়ে নয়টার দিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপনের নেতৃত্বে নেতাকর্মীদের একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন। এসময়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীদের প্রতিবাদী শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ।
এসময়ে আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, আফজাল কবির, দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, শাহীন আহমেদ, আরিফুজ্জামান ইমন, সহ- সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, কামাল উদ্দিন, প্রচার সম্পাদক রাজিব ভূইয়া, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রিন্স, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, বন্দর উপজেলা যুবদলের সম্ভাব্য আহ্বায়ক মহিউদ্দিন শিশির, সোনারগাঁও উপজেলা যুবদলের সদস্য শাহিন আলম জুবায়ের, সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, জামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পনির হোসেন মিন্টু, সদস্য সচিব মোঃ মূসা, সন্মান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল খন্দকার, সদস্য সচিব খোকন সিকদার, নোয়াগাঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আপেল, উপজেলা যুবদল নেতা এমদাদ, মোঃ জুয়েলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।